আওয়ামী লীগের সদস্য পদ থেকে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পর তার বিরোধীদের উল্লাস শুরু হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পর পর গাজীপুরের শাল্লা, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল এবং
টঙ্গীতে আতশবাজি পুড়িয়ে উল্লাস প্রকাশ করে বিরোধীরা। সেই সঙ্গে তারা একে অন্যকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ করে।